- 386
- 483
- 64
রাশুর নাম যে কি সে নিজেও তা জানেনা। কারন ওর বাবা মা নেই, যুদ্ধের সময় পাক বাহিনীর বধ্যভুমি থেকে মা বাবার রক্তাক্ত মৃতদেহ সরাতে গিয়ে দেড় বছরের রাশু তখন চিৎকার দিয়ে উঠেছিল, গ্রামের মাতবর রইস লস্কর তখন এই রাশুকে ওর বাড়িতে নিয়ে যায় সেই অবধি রাশু সেখানেই আছে।
রাশুর ভাগ্য ভালো যে সেই বছর রইস পত্নীর যে মেয়েটা হয়েছিলে তা তিনমাসের মাথায় সংগ্রামের এই পরিবেশে ডায়রিয়া হলে পরে মারা যায়, রইস পত্নীও চোখ বন্ধ করে স্তনের বোটা রাশুর মুখে ধরে দিয়েছিল। রেশমা(রইসের মেয়ে) মারা গেছে তখন মাত্র সাত দিন, রেশমার দুধ পুরোটাই রাশুর ছিল এ যেন বিধাতার লিখা। বধ্যভুমির নিহত লোকেরা আসলে এখানকার ছিলনা, পাক আর্মিরা ধরে নিয়ে এসেছিল অনেক দূর থেকে। শেষ পর্যন্ত যাদের কে আর কাজে লাগানো যায়নি তাদেরকেই মেরে ফেলেছিল এই কেওড়া তলায়।