• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy মহান অমৃতকথা

Ranaanar

Active Member
804
770
109
পরদিন ঘুম ভেঙে দেখল শ্বেতলিঙ্গ পাশে ল্যাংটো হয়ে শুয়ে। উঠে ভানুমতী সমস্ত পোষাক পরে ফেলল। সেদিন অবশ্য বিশেষ অনুষ্ঠানের কারণে সভা বসবে না। ভানুমতী হাততালি দিতেই দুজন পরিচারক সামনে এসে দাঁড়াল। দুজনেই বেগুন রঙের ধুতি পরে আছে। খালি গা।
প্রথম ও দ্বিতীয় : প্রণাম রানীমা।
ভানুমতী: শোন আজ অনুষ্ঠান আছে জানো। রাজার সাদা ধুতি আর উত্তরীয় গুছিয়ে রাখবে যাও।
পরিচারকরা চলে যেতেই আবার স্বামীর দিকে তাকিয়ে হাসল ভানুমতী।
সেই সময় ছেলেদের পোষাকের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলে নেওয়া যাক।
অবিবাহিত ছেলে : সাদা,কালো,বেগুনি আর বাদামি রঙ ছাড়া যে কোন রঙের ধুতি আর উত্তরীয়।
বিবাহিত ছেলে: সাদা ধুতি আর উত্তরীয়।
বিপত্নীক ছেলে: কালো ধুতি আর উত্তরীয়।
বাড়ির পরিচারক: বেগুনি ধুতি কিন্তু উত্তরীয় পরার অধিকার নেই।
শুধু একটি রঙ হল হলুদ। এই রঙের ধুতি আর উত্তরীয় যে কেউ পরতে পারে। তবে খুব কম।
রাস্তা ও বাইরের কাজ যারা করবে তারা বাদামি ধুতি। উত্তরীয় ছাড়া।
সেদিনের অনুষ্ঠান আর কিছুই না। বিবাহিত ছেলেরা সেদিন সকাল থেকে ল্যাংটো হয়ে থাকবে আর স্ত্রীর কাছ থেকে সাদা ধুতি আর উত্তরীয় পেয়েই তার বিবাহিত জীবন শুরু হবে।
 
Last edited:

Ranaanar

Active Member
804
770
109
বেলা ঠিক বারোটা। রানী ভানুমতী অন্দরে প্রবেশ করলেন। লাল শাড়ি পরিহিতা ভানুমতী উজ্জ্বল সূর্যের মতোই তেজ। অন্দরে আসতেই দেখা গেল তিনজন পরিচারক দাঁড়িয়ে। একজনের সাথে থালায় সাদা ধুতি। দ্বিতীয় জনের হাতে সাদা উত্তরীয়। আর তৃতীয় জনের হাতে পাতায় লাল তরল কুমকুম।
ভানুমতী দাঁড়াতেই একজন পরিচারক শঙ্খ ধ্বনি করল। তারপরেই দেখা গেল সম্পূর্ণ ল্যাংটো অবস্থায় শ্বেতলিঙ্গ এসে দাঁড়াল ভানুমতীর সামনে।
ল্যাংটো স্বামীর দিকে তাকিয়ে হাসল ভানুমতী। সাদা ধুতি নিয়ে সস্নেহে পরিয়ে দিল শ্বেতলিঙ্গকে। তারপরেই লাল কূমকুমের টিপ পরিয়ে দিল কপালে। সবশেষে উত্তরীয় জড়িয়ে দিল গায়ে।
পরিচারকরা অন্দর থেকে বেরিয়ে গেল। ভানুমতী , শ্বেতলিঙ্গ কে জড়িয়ে ধরে খাটে বসালো। দুই গালে দুটি চুমু খেল শ্বেতলিঙ্গর।
ভানুমতী: আজ থেকে তোমার সব দায়িত্ব আমার।
শ্বেতলিঙ্গ উঠে দাঁড়াল। পাশে রাখা বেদির ওপর থেকে ভানুমতীর তলোয়ার তুলে এনে দিল স্ত্রীর হাতে। তলোয়ার হাতে নিয়ে এবার স্বামীর কপালে চুমু দিল ভানুমতী। ভানুমতীর ইশারায় একজন পরিচারক অন্দরে এল।
পরিচারক: প্রণাম রানীমা।
ভানুমতী: যতক্ষণ না আমি আসি। রাজার কাছে সারাক্ষণ থাকবে তোমরা। কোন অসুবিধা যেন না হয়।
 

Ranaanar

Active Member
804
770
109
এই রকমই চলতে লাগল। রানী ভানুমতীর এখন আরেকটি ভরসা স্থল হয়েছে রাজকুমারী ইন্দ্রাণী। কিন্তু ভানুমতী ও মাঝে মাঝে মনে মনে শোক অনুভব করেন ইন্দ্রাণীর জন্য। তার জন্যই ইন্দ্রাণী অত বড় প্রতিজ্ঞা করে বসে আছে। তবে এটা ঠিক রাজকুমারী ইন্দ্রাণী জন্যই গজপতিপুর সব দিক থেকে সুরক্ষিত।
কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার ভানুমতী পোয়াতি হল। এবার নির্দিষ্ট দিনে এক কন্যা সন্তান প্রসব করল ভানুমতী। ভবিষ্যতের উত্তরাধিকারী। তার নাম দেওয়া হল ইন্দুমতী।
 
  • Like
Reactions: Roy Sankar

Ranaanar

Active Member
804
770
109
ইন্দুমতী র জন্মের পর থেকেই ভানুমতীর ও যেন আর রাজকার্যে মনটা কমতে লাগল। প্রধানমন্ত্রী রত্না, রাজকুমারী ইন্দ্রাণী আর সেনাপতি কুন্তলার ওপর নির্ভরশীল হয়ে থাকলেন তিনি। বয়সও তার বাড়ছে। কিছুদিনের মধ্যেই ইন্দুমতীর শিক্ষা দানের সময় শুরু হল। ইন্দুমতীও শিক্ষা নিতে চলে গেল।
আর কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ল রানী ভানুমতী।
একদিন ভানুমতী, রাজকুমারী ইন্দ্রাণীকে নিজের ঘরে ডেকে পাঠালেন।
ভানুমতী: ইন্দ্রাণী
ইন্দ্রাণী: হ্যাঁ, মা।
ভানুমতী: আমার তো আর বেশী দিন নেই। এবার উপায়।
ইন্দ্রাণী: তুমি চিন্তা করো না। আমি সদাসর্বদা ইন্দুমতী র পাশে থাকব। ইন্দুমতী ই হবে দেশের পরবর্তী রানী।
ভানুমতী, ইন্দ্রাণীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ইন্দ্রাণী ও বুঝল যে মার আর বেশী সময় নেই।
পরদিন সকালেই রানী ভানুমতী মারা গেলেন।
ইতিমধ্যে ইন্দুমতী ফিরে এসেছে। রানীর শেষকৃত্যে পর ইন্দুমতী র রাজ্যাভিষেক হল কিন্ত পর্যাপ্ত বয়স না হওয়ায় বকলমে ইন্দ্রাণী আর রত্না ই শাসনভার চালাতে লাগল।
 

Ranaanar

Active Member
804
770
109
ইন্দুমতীর অভিষেক চিন্তা মাথায় এসেছে ইন্দ্রাণী আর রত্নার। দুজনে একদিন এই বিষয়ে আলোচনা করছে। এমন সময় এক পরিচারক এলো সেই ঘরে।
খালি গা বেগুনি ধুতি পরা পরিচারক কে দেখে ইন্দ্রাণী বুঝল যে শ্বেতলিঙ্গর মহল থেকে এসেছে।
পরিচারক: প্রণাম বড় রাজকুমারী।
ইন্দ্রাণী: বলো।
পরিচারক: রাজপিতা আপনাকে একবার ওনার মহলে যেতে বলেছে।
ইন্দ্রাণী: বলো আসছি।
পরিচারক চলে গেল।
প্রধানমন্ত্রী রত্নার সাথে কথা সেরে ইন্দ্রাণী অন্দরের দিকে গেল।
শ্বেতলিঙ্গ র ঘরের সামনে দাঁড়িয়ে পরিচারক কে বলল ভিতরে খবর দেওয়ার জন্য।
পরিচারক ভিতরে গিয়ে দেখল কালো ধুতি পরে খালি গায়ে শ্বেতলিঙ্গ বসে আছে।
পরিচারক: বড় রাজকুমারী এসেছেন।
শ্বেতলিঙ্গ উঠে দাঁড়াল।
শ্বেতলিঙ্গ পরিচালকের কাছে তার উত্তরীয় চাইলেন।
গায়ে উত্তরীয় ছাড়া কোন মহিলার সামনে আসা একেবারেই ঠিক নয়।
পরিচারক এসে ইন্দ্রাণী কে আহ্বান করল।
অন্দরে ঢুকে ইন্দ্রাণী দেখল যে শ্বেতলিঙ্গ বসে।
ইন্দ্রাণী: প্রণাম।
শ্বেতলিঙ্গ আশীর্বাদ জানালেন।
ইন্দ্রাণী: বলুন
শ্বেতলিঙ্গ: মা। এক বড় অপমানজনক ব্যাপার ঘটল।
ইন্দ্রাণী: কি।
শ্বেতলিঙ্গর খুব কাছের দশজন মহিলা অনুচর আছে। তারা গোপনে কাজ করে। তার মধ্যে দুজন অন্তঃপুরে থাকে বাকিরা বাইরে। তাদের মাধ্যমে ই খবর এসেছে।
শ্বেতলিঙ্গ: ইন্দ্রাণী মা। খবর এসেছে বংশীপুর রাজ্যের রানী বিপাশার তিন ছেলের সয়ম্বর হবে। সব রাজ্যই আমন্ত্রিত। কিন্তু ভানুমতী নেই বলে আমাদের উপেক্ষা করা হয়েছে।
ইন্দ্রাণী শুনলেন। গজপতিপুরকে এত বড় অপমান। ভাবলেন ইন্দ্রাণী।
 
Last edited:

Ranaanar

Active Member
804
770
109
বংশীপুর রাজসভাতে সয়ম্বর সভার আয়োজন হয়েছে। রানী বিপাশা সিংহাসনে বসে আছেন। বিভিন্ন দেশের রাজকুমারীর এসেছেন । সকলের সাথে পরিচয় পর্ব চলছে। অন্তত ত্রিশটি দেশের রাজকুমারীর আছেন। প্রাথমিক পরিচয় পর্ব শেষ হওয়ার পর রানী বিপাশা আদেশ দিলেন তিন রাজপুত্র সুভানু, সৌবর্ণ আর সৌভনিককে রাজসভাতে নিয়ে আসার জন্য। রানী বিপাশা মনে মনে ভাবলেন যে গজপতিপুরকে বেশ একটা কোনঠাসা করে ফেলা গেছে। আমন্ত্রিত না করে।
এমনসময় শঙ্খ ধ্বনি শোনা গেল। দেখা গেল যে রানীর তিন ছেলে লাল, নীল আর সবুজ ধুতি উত্তরীয় পরে হাতে মালা নিয়ে রাজসভাতে এসে দাঁড়াল।
প্রাথমিক পরিচয় দানের পর।
বিপাশা: পুত্রগণ। তোমরা এখন তোমাদের পছন্দ মতো স্ত্রী নির্বাচন করে তার গলায় মালা দিতে পারো। সুভানু সব থেকে বড়। সে সবে এগোতে যাবে এমনসময় দেখা গেল রাজসভায় এসে দাঁড়িয়েছে গজপতিপুরের বড় রাজকুমারী মহাযোদ্ধা ইন্দ্রাণী। তার তেজের ছটায় যেন ঝলসে যাচ্ছে রাজসভা।
ইন্দ্রাণী: মহারানী বিপাশা।
বিপাশা সিংহাসন ছেড়ে উঠে দাঁড়াল ।
বিপাশা: কি চাই।
ইন্দ্রাণী: এত বড় স্পর্ধা তোমার তুমি গজপতিপুরের রাজকুমারী ইন্দুমতীকে আমন্ত্রণ জানাওনি।
বিপাশা: আমি কাকে আমন্ত্রিত করব সেটা আমার ব্যাপার।
ইন্দ্রাণী: এত বড় কথা । শোনো আমি আমার বোনের জন্য তোমার তিন ছেলেকেই নির্বচন করলাম। ক্ষমতা থাকলে আটকাও।
রানী বিপাশা এবং উপস্থিত রাজকুমারীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। শুরু হল যুদ্ধ। কিন্তু ধনুর্দেবীর শিষ্যা মহাযোদ্ধা ইন্দ্রাণীর সামনে টিঁকে থাকার ক্ষমতা সেভাবে কারোরই ছিল না। অল্পকাননের মধ্যেই পরাজিত হল মিলিত শক্তি। রানী বিপাশার তিন ছেলেকে নিজের রথে তুলে ইন্দ্রাণী তীব্রগতিতে রথ চালালো গজপতিপুরের উদ্দেশ্যে।
 
Last edited:

Ranaanar

Active Member
804
770
109
ঝড়ের বেগে রথ ছোটালো ইন্দ্রাণী। সুভানু, সৌবর্ণ আর সৌভনিক চুপচাপ রথে বসে রইল। মহাযোদ্ধা ইন্দ্রাণীর তেজের সামনে তাদের বলারও নেই।
ইন্দ্রাণী গজপতিপুরে পৌঁছাতেই শ্বেতলিঙ্গ এগিয়ে এসে অভিবাদন জানালো সকলকে।
তিন রাজকুমারকে অন্দরে নিয়ে যাওয়ার পর যখন ইন্দুমতী সাথে বিয়ের কথা চলছে, সেই সময় প্রথমেই মুখ খুলল সুভানু।
সুভানু: আমি এই বিয়েতে রাজি নই।
শ্বেতলিঙ্গ: কেন?
সুভানু: আমি মনে মনে সুনীতিকে স্ত্রী হিসাবে মেনেছি।
সুনীতি জ্যোতিনগর রাজ্যের রানী।
শ্বেতলিঙ্গ: মা ইন্দ্রাণী।
ইন্দ্রাণী: হ্যাঁ।
শ্বেতলিঙ্গ: তুমি সুভানুকে সসম্মানে জ্যোতিনগর রাজ্যে পাঠানোর ব্যবস্থা কর।
ইন্দ্রাণী সাথে সাথে সেই আদেশ পালন করল।
কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। জ্যোতিনগরে পৌঁছানোর পর রানী সুনীতি, সুভানুকে গ্রহণ করতে অস্বীকার করল।
অপমানিত সুভানু ফিরে এসে দাবী করল যে ইন্দ্রাণীর জন্য যখন এই অবস্থা। তখন ইন্দ্রাণী তাকে বিয়ে করুক। কিন্তু ইন্দ্রাণী তা অস্বীকার করায় সুভানু সোজা চলে গেল ধনুর্দেবীর কাছে।
সমস্ত কথা শোনার পর ধনুর্দেবী এলেন ইন্দ্রাণী কাছে কিন্তু একই কথা শোনায়, ধনুর্দেবী, ইন্দ্রাণীকে যুদ্ধে আহ্বান জানালেন।
মহাযোদ্ধা গুরুমা আর শিষ্যার মধ্যে প্রবল যুদ্ধ শুরু হল। কিন্তু ক্রমাগত তিন দিন যুদ্ধের পর যখন দুজনেই ব্রহ্মাস্ত্র হাতে নিলেন। তখন দেবতারা এসে সেই যুদ্ধ বন্ধ করলেন।
সুভানু এক ঘোর তপস্যায় বসলেন। এবং মৃত্যু হল তার। মারা যাওয়ার আগে দেবতারা বর দিলেন যে সুভানুই , ইন্দ্রাণীর মৃত্যুর কারণ হবে।
 
Last edited:
  • Like
Reactions: Roy Sankar

Ranaanar

Active Member
804
770
109
ইন্দুমতীর সাথে সৌবর্ণ আর সৌভনিকের বিয়ে হয়ে গেল। ইন্দুমতীর অভিষেক ও হয়ে গেল। ইন্দুমতী রানী হল গজপতিপুরের।
 
  • Like
Reactions: Son Goku

Ranaanar

Active Member
804
770
109
ইন্দুমতী, গছপতিপুরের রানী হয়েই প্রথম দিন ই ফুল শয্যায় গেলেন দুই স্বামীকে নিয়ে। বংশীপুরের দুই রাজকুমার এখন তার স্বামী।
পূর্ণিমা রাত। ইন্দুমতী যখন অন্দরে প্রবেশ করলেন তখন সৌবর্ণ আর সৌভনিক সাদা ধুতি আর উত্তরীয় পরে দাঁড়িয়ে। ইন্দুমতী দুজনের দিকে তাকিয়ে হাসল। দুজনকেই কাছে ডাকল। দুজনেই সামনে এসে দাঁড়াল।
ইন্দুমতী দুজনের গা থেকে উত্তরীয় খুলে নিল। ধুতি পরে খালি গায়ে সৌবর্ণ আর সৌভনিক আরো নিবিড় ভাবে কাছে এল ইন্দুমতীর। ইন্দুমতী দুজনকে দুহাতে ধরে কাছে টানল। দুজনেই ইন্দুমতীর শরীরে নিবিড় হল।
 
  • Like
Reactions: Son Goku
Top