• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy ফুটবল দল

Ranaanar

Active Member
804
770
109
আমি সেই সময় ফাইনাল পরীক্ষা দিয়েছি। রেজাল্ট বেরোতে তিন মাস দেরী। আমি খেলাধুলায় বরাবরই ভাল। স্কুল এবং অন্যান্য দলে আমি নিয়মিত প্লেয়ার। আমার তখন ঠিক ১৮ বছর বয়স।
আমার বন্ধুরা যে যার মতো আছে। আমার খুব ক্লোজ বন্ধু নীল তখন বাবার কাছে বিদেশে গেল।
নীলদের পরিবার তিনজনের। বাবা বিদেশে থাকত চাকরি সূত্রে। এখানে নীল ওর মা নন্দিতা মাসী র সাথে থাকত। নন্দিতা মাসী বিভিন্ন বিজনেস করতেন। নন্দিতা মাসী র খুব অল্প বয়সেই বিয়ে হয়। এখন নন্দিতা মাসী র বয়স ৩৪। সুন্দর ফিগার।
আমি সেই সময় থাকতাম আমার পিসির কাছে। পিসি একাই মানুষ চাকরি করতেন। আমার বাড়ি ছিল অন্য জায়গায়।
একদিন নন্দিতা মাসী আমাকে ডাকল। আমি গেলাম।
নন্দিতা মাসী স্লিভলেস সালোয়ার কামিজ পরে ছিল।
নন্দিতা: রনি। তোর সাথে কথা আছে।
বসলাম।
আমি: বলো।
নন্দিতা: আগে এটা দেখ।
একটা কাগজের কাটিং। ভাল করে পরে দেখলাম। এক অদ্ভূত ব্যাপার। মহিলাদের ফুটবল খেলা।
বিষয়টি কিছুই না। একটা আন্তর্জাতিক মহিলাদের ক্লাব আছে। কিছু দেশে। তারাই একটা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে। ফাইভ আ সাইড।
মহিলাদের বয়সভিত্তিক। বয়স হতে হবে ৩০ থেকে ৪০।
তারপর নন্দিতা মাসী যেটা দেখালো। তা হল প্রতিযোগিতার কাগজ ইত্যাদি। দেখলাম মাত্র আটটি দেশে এই ক্লাবের অস্তিত্ব আছে। তাদের মধ্যে খেলা।
ক্লাবটির নাম Fairies.
আমাদের এখান ছাড়া এই ক্লাব আছে ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, স্পেন আর সিঙ্গাপুর এ।
যেটা বুঝলাম। নন্দিতা মাসী আমাকে এই দলটাকে ট্রেনিং দিয়ে তৈরী করার জন্য বলল। টিমে দেখলাম সবাই প্রায় আমার বন্ধুদের মা। ওই ৩৪ থেকে ৩৮।
আমি: সময় লাগবে কারণ একটু বয়স সবার ই হয়েছে।
নন্দিতা: তিনমাস সময়। পরশু থেকে শুরু কর।
কথা বললাম। নন্দিতা মাসিদের একটা বাগানবাড়ি আছে। সেখানে মাঠ আছে।
পরদিন আবার নন্দিতা মাসী র বাড়িতে সাতজন খেলোয়াড় এর সাথে বসলাম কথাবলতে।
যথাক্রমে
নীলের মা নন্দিতা মাসী
অনিন্দ্যর মা স্বান্তনা মাসী
জয়ের মা লীনা মাসী
শুভর মা সুনীতা মাসী
পলাশের মা প্রিয়া মাসী
অভীকের মা রত্না মাসী আর
পল্লবের মাসী লাবণী মাসী
 
Last edited:
  • Like
Reactions: ronylol

Ranaanar

Active Member
804
770
109
ঠিক হল যে আমরা সবাই তারপরদিন চলে যাবো ওই বাগানবাড়িতে। বিরাট জায়গা। বাড়ি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পিছনে বড় মাঠ। স্যুইমিং পুল আছে। সবাই মিটিঙে আমাকে ম্যানেজার হিসেবে মেনেনিল। এবং ঠিক করল যে আমার কথাই শেষ কথা। যেহেতু আমি খেলাধুলা তে অনেকটাই অ্যাচিভ করেছি।
প্রত্যেকেই আধুনিকা অতএব আমি দেখলাম যে আমার অসুবিধা হবে না।
পরদিন ভোর বেলা উঠে সব গুছিয়ে নিয়ে রওয়ানা হলাম। হাইওয়ের ধারে বিশাল জায়গা। আমি পৌঁছালাম সকাল নটা। দরজা দিয়ে ভিতরে ঢুকে প্রথম দেখা রমাদির সাথে।
রমাদি ওই বাড়ির কেয়ারটেকার। দশাশই চেহারার মানুষ। খুব রাশভারি কিন্তু ভাল মানুষ। দায়িত্ব নিয়ে থাকেন।
রমা: তুমি কি রনি?
আমি: হ্যাঁ।
রমা: দোতলাতে সবাই আছে। ওরা এসে গেছে। যাও।
সুন্দর কথাবার্তা। সার্ট আর ট্রাউজার পরে আছেন।
আমাকে দোতলাতে নিয়ে গেল রমাদি।
আমার ঘরটা দেখিয়ে দিল। বড় ঘর । একটা বিরাট খাট পাতা।
রমা: রনি তুমি ফ্রেশ হও ।আমি ওদের জানাচ্ছি।
আমি: ঠিক আছে। দিদি।
হেসে চলে গেল রমাদি।
আমি চট করে বাথরুমে ফ্রেশ হয়ে নিয়ে বারমুডা আর টি শার্ট পরে চেয়ারে বসে প্ল্যান করতে লাগলাম কিভাবে কাজ করব।
দশটা বাজে হঠাৎ গলার আওয়াজ পেলাম।
:স্যার আসব।
ঘাড় ঘুরিয়ে দেখলাম যে আমার টিমের খেলোয়াড়রা এসে দাঁড়িয়েছে। সাতজনই।
ওরা নাকি ঠিক করেছে যে এই টুর্নামেন্ট শেষ না হওয়া অবধি আমি স্যার।
 
  • Like
Reactions: ronylol

Ranaanar

Active Member
804
770
109
দেখে ভাল লাগল সাতজনই নীল টি শার্ট আর শর্টস পরে আছে। এক রকম। একটা টিমই মনে হচ্ছে।
আমি: এসো।
সাতজনই ঘরে এসে দাঁড়াল আমার সামনে। বাইরের বসার ঘরে একটা বড়ো সোফা আর অনেক কটা ছোট সোফা রাখা আছে। সকলকে নিয়ে সেই ঘরে গিয়ে বসলাম।
সকলকে বলে দিলাম যে বিকেল থেকে প্র্যাকটিস শুরু হবে।
 
  • Like
Reactions: ronylol

Ranaanar

Active Member
804
770
109
বিকেল ঠিক চারটে আমি টি শার্ট, শর্টস আর কেডস পরে পিছনের মাঠে গিয়ে দাঁড়ালাম। ঠিক সই সময় আমার ফুল টিম এসে দাঁড়াল। প্রত্যেকে সাদা স্পোর্টস ব্রেসিয়ার আর কালো প্যান্টি। পায়ে কেডস। কারণ এখনই স্পাইক দেওয়া বুট পরতে পারবে না। কিছুদিন পর থেকে। আধুনিকা মহিলাদের ভালই লাগলো।
আমার বাঁশীর সাথে সাথেই জগিং শুরু হল। যতই হোক। বয়স খেলার পক্ষে একটু বেশী। বুঝলাম প্রিকন্ডিশনিং লাগবে।
মাঠের চারপাশে দৌড় দু তিন পাক হওয়ার পরই দেখলাম আস্তে আস্তে আসল রূপ বেরোলো। প্রথমে স্লো হয়ে পড়ল সুনীতা আর রত্না। একটু পরেই স্লো হতে থাকল লীনা , স্বান্তনা আর প্রিয়া। ওরই মধ্যে বয়স কম নন্দিতা আর লাবনীর। ওরা আরেকটু দৌড়াল। ওই চার পাকের মধ্যে সবাই দাঁড়াল। আমি আরো চারটে পাক মেরে এসে দাঁড়ালাম। বুঝলাম এদের কন্ডিশন। কিন্তু প্রথম থেকেই সুবিধা দিলে পেয়ে বসবে বুঝেই একটা কপট রাগের ভান করলাম।
আমি: সুনীতা, রত্না কি ব্যাপার?
সুনীতা(হাঁপিয়ে): মানে আর পেরে
আমি: চুপ একদম। একটাও বাজে কথা শুনতে চাই না। ঠিক তিনদিন সময় দেবো। তারপর থেকে যে প্রথমে স্লো হবে তাকে কান ধরিয়ে দাঁড় করিয়ে দেবো এখানে। মনে থাকে যেন।
কথাটা একটু চেঁচিয়ে ই বললাম। তাকিয়ে দেখলাম সকলেরই মুখ চুন।
আমি: গোল করে দাঁড়াও। পিটি হবে।
গোল করে দাঁড় করিয়ে ফ্রি হ্যান্ড করালাম। প্রথম দিন। ওতেই দেখলাম সাতজনই ঘামে চুপচুপে হয়ে গেছে। দারুন লাগল।
ততক্ষণে দু ঘন্টা হয়েছে। সকলকে ছেড়ে দিলাম। পরদিন সকাল পাঁচটায় টাইম দিয়ে। বেশ কষ্ট করেই সবাই বাড়িতে ঢুকলো। আমি আরও শরীরচর্চা করতে লাগলাম।
 
  • Like
Reactions: sabnam888 and sdas
Top